kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

পাকিস্তানের ওয়াজিরিস্তানে অজ্ঞাত লোক দ্বারা ২১ জন নিহত

অনলাইন ডেস্ক   

২১ মে, ২০২১ ১৬:৪৬ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তানের ওয়াজিরিস্তানে অজ্ঞাত লোক দ্বারা ২১ জন নিহত

পাকিস্তানের উত্তরে অবস্থিত খাইবার পাখতুন প্রদেশের উপজাতি অধ্যুষিত জেলা ওয়াজিরিস্তানে অজ্ঞাত লোক দ্বারা রহস্যজনকভাবে অন্তত ২১ জন নিহত হয়েছে। দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা যায়, চলতি বছর জেলার মানুষজন অজ্ঞাত লোকদের দ্বারা নিহত হচ্ছেন। গত বুধবার রহস্যজনকভাবে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। যাদের মেরে ফেলার কারণ নিয়ে এখনো পর্যন্ত রহস্য রয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, মির আলি তেহসিল নামে ওয়াজিরিস্তানের এক বাসিন্দা স্থানীয় বাজার থেকে সদাই কিনে ফেরার সময় হামলার শিকার হন। তার গাড়ি লক্ষ্য করে কয়েকজন অজ্ঞাত লোক এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এসময় নিহত হন মির আলি তেহসিল। আহত হন একজন। হামলাকারীরা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এক্সপ্রেস ট্রিবিউন জানা যায়, হামলাকারীদের এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কোন উদ্দেশ্যে এসব কর্মকান্ড হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকায় নজরদারি কড়া করে হয়েছে বলেও জানা গেছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।সাতদিনের সেরা