kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

এবার হোয়াইট ফাংগাসের সন্ধান বিহারে, ভয়াবহ বলছে চিকিৎসকরা

অনলাইন ডেস্ক   

২১ মে, ২০২১ ১১:১২ | পড়া যাবে ২ মিনিটেএবার হোয়াইট ফাংগাসের সন্ধান বিহারে, ভয়াবহ বলছে চিকিৎসকরা

সারা বিশ্বের করোনা পরিস্থিতি বিপর্যস্ত। এরই মধ্যে অনেক করোনা আক্রান্তদের শরীরে দেখা দিয়েছে ব্ল্যাক ফাংগাস নামক ছত্রাকের সংক্রমণ । দুর্বল শরীরে বাসা বাঁধে ব্ল্যাক ফাংগাস। এখন পর্যন্ত মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে। 
এবার ব্ল্যাক ফাংগাসের পর হোয়াইট ফাংগাসের দেখা মিলেছে ভারতের বিহারে। আর এই হোয়াইট ফাংগাসকে ব্ল্যাক ফাংগাসের চেয়ে কয়েক গুণ ভয়াবহ বলছেন চিকিৎসকরা।

হোয়াইট ফাংগাস : বিহারে চারজনের শরীরে হোয়াইট ফাংগাস দেখা গেছে। তাদের চারজনই করোনা থেকে সেরে উঠেছেন।  এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। তবে অন্য কোনো রাজ্যে এখনো হোয়াইট ফাংগাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। হোয়াইট ফাংগাসকে কয়েকগুণ ভয়াবহ বলছেন চিকিৎসকরা। ব্ল্যাক ফাংগাসের মতো হোয়াইট ফাংগাস ফুসফুস, কিডনি, পেট, শরীরের গোপন অংশ, এমনকি নখে সংক্রমণ ঘটায়।

চিকিৎসকদের মতে, শরীরের যেকোনো গুরুত্বপূর্ণ অংশে আক্রমণ করতে পারে হোয়াইট ফাংগাস। করোনায় যেমন অতিরিক্ত স্ক্যানের প্রয়োজন হয়, তেমনই হোয়াইট ফাংগাসের জন্য এইচআরসিটি স্ক্যান জরুরি। ব্ল্যাক ফাংগাসের মতো যাদের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা কম তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এ ছাড়া যাদের ডায়াবেটিস, করোনায় যাদের অক্সিজেন সাপোর্টের দারকার হয়েছে তাদেরও ঝুঁকি বেশি। 
গর্ভবতী নারী ও শিশুদের জন্য ভয়াবহ হতে পারে হোয়াইট ফাংগাস। এ জন্য সুস্থ থাকতে সবার আগে উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।সাতদিনের সেরা