kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলছে ইইউ

অনলাইন ডেস্ক   

১৯ মে, ২০২১ ২১:৩৮ | পড়া যাবে ১ মিনিটেটিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলছে ইইউ

করোনা টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খোলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত একবছর ধরেই ইইউ'র দেশগুলোতে ভ্রমণ নিয়ে কড়াকড়ি চলছে। এবার টিকা গ্রহণকারীদের জন্য ঢোকার অনুমতি দেওয়া হলেও শর্ত রয়েছে। গ্রহণকৃত টিকাটি ইইউ অনুমোদিত হতে হবে। আজ বুধবার  এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে সামনে আরেক দফায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সীমান্ত কখন কবে খুলবে তার সঠিক সময় এখনো পরিষ্কার নয়। চূড়ান্ত স্বাক্ষরের কয়েকদিনের মধ্যেই সময় জানা যাবে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র ক্রিশ্চিয়ান উইগ্যান্ড এ সব তথ্য জানান।

করোনা মহামারীতে পর্যটক আসা বন্ধ থাকায় পর্যটন নির্ভর ইউরোপীয়ান দেশগুলো বিপদের মধ্যে রয়েছে। এর মধ্যে গ্রিস, ইতালি, স্পেন ও অন্যরা মরিয়া হয়ে ভ্রমণ পুনরায় খোলার চেষ্টা করছিল। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে নেই। তাদের আলাদা নীতিমালা রয়েছে। টিকা গ্রহণ করা না থাকলেও আমেরিকানরা সেখানে যেতে পারে। তবে সেখানে পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকতে হয় তাদের।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।সাতদিনের সেরা