kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিন্দা জানাল ইরান

অনলাইন ডেস্ক   

১৮ মে, ২০২১ ১৩:০৮ | পড়া যাবে ১ মিনিটেফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিন্দা জানাল ইরান

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে ইরান। জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মার্কিন প্রশাসনের নিন্দা জানিয়েছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার মধ্যেই ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র।

এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিয়েছে জো বাইডেন প্রশাসন। এই দুই ঘটনার জেরে বাইডেন প্রশাসনের নিন্দা জানাল ইরান।

জাভেদ জারিফ এক টুইট বার্তায় মার্কিন প্রশাসনের নিন্দা জানানোর পাশাপাশি লিখেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড সারাবিশ্ব দেখছে।

সূত্র: আল-জাজিরাসাতদিনের সেরা