kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

করোনায় মারা গেলেন সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক   

১৭ মে, ২০২১ ০১:৪১ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মারা গেলেন সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৫৬ বছর। রবিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে কলকাতার মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১৪ এপ্রিল তার করোনা ধরা পড়ে। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু তারপর ফের অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ফুসফুস কার্যত বিকল হয়ে পড়ে। প্রথমে তাকে ভেন্টিলেশনে তার পরে একমো ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

জি২৪ ঘণ্টার এডিটর হিসেবে কর্মরত অঞ্জন বন্দ্যোপাধ্যায়। ৩৫ বছরের সাংবাদিকতাজীবনে আকাশ বাংলা, ইটিভি বাংলায় কাজ করেছেন তিনি। এর আগেও ২৪ ঘণ্টার সঙ্গে বেশ কিছু বছর কাটিয়েছিলেন তিনি। এরপর আনন্দবাজারের ডিজিটাল বিভাগের দায়িত্বে ছিলেন। সম্প্রতি ফের জি ২৪ ঘণ্টার দায়িত্ব নেন।সাতদিনের সেরা