kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

ইসরায়েলকে জোরালো সমর্থন বাইডেনের

অনলাইন ডেস্ক   

১৬ মে, ২০২১ ১১:০৮ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েলকে জোরালো সমর্থন বাইডেনের

ইসরায়েলকে জোরালো সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন বলেন, হামাস ও অন্যান্য সন্ত্রাসীগোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে। একই সঙ্গে গাজায় নির্বিচারে বোমা হামলা বন্ধের কথা বলেছেন তিনি।

অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলা বন্ধ করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেন বাইডেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। সেই সঙ্গে সাংবাদিককের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকতে বলেছেন বাইডেন। শনিবার আলজাজিরা ও এপির হাউসে হামলা করার পর এ কথা বলেন তিনি।

উল্লেখ্য, ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে লড়াই এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ পাওয়া খবরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯।সাতদিনের সেরা