kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

ইসরায়েল-ফিলিস্তিন সংকট: তেল আবিবে পৌঁছলেন মার্কিন প্রতিনিধি

অনলাইন ডেস্ক   

১৫ মে, ২০২১ ১৬:৫৮ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েল-ফিলিস্তিন সংকট: তেল আবিবে পৌঁছলেন মার্কিন প্রতিনিধি

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সঙ্কট চরম অবস্থায় রয়েছে। সেই নিরসনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হাদি আমর শুক্রবার তেল আবিবে পৌঁছেছেন। তিনি ইসরায়েলি, ফিলিস্তিনি ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন।

এদিকে শনিবারও গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪০ জন শিশুও রয়েছে। শুধু পশ্চিম তীরেই ১৩ জনকে প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছেন অন্তত ৯২০ জন।

শুক্রবার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ১১ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের প্রতি টিয়ার গ্যাস, রাবার বুলেট ও তাজা গুলি ছোড়ে এবং ফিলিস্তিনিরা ইট-পাটকেল ও পেট্রোল বোমা ছোড়ে।

 

সূত্র: বিবিসিসাতদিনের সেরা