kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

আরও প্রাণঘাতী হবে করোনা সংক্রমণের দ্বিতীয় বছর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক   

১৫ মে, ২০২১ ১৩:৩৬ | পড়া যাবে ১ মিনিটেআরও প্রাণঘাতী হবে করোনা সংক্রমণের দ্বিতীয় বছর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে আরো মারাত্মক আকার নিতে পারে করোনা পরিস্থিতি। এই আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে এই মহামারি অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।

ভারতসহ বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি চিন্তায় ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। চলতি সপ্তাহেই হু-এর তরফে করোনাভাইরাসের বি.১.৬১৭ প্রজাতিটিকে 'উদ্বেগজনক' বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২০ এর অক্টোবরে প্রথম ভারতে এই প্রজাতির সন্ধান পাওয়া যায়। এরই মধ্যে তা ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। অন্যান্য প্রজাতির তুলনায় করোনার এই প্রজাতি অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে এরই মধ্যে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আগামী জুলাই মাসে জাপানের টোকিওতে অলিম্পিকের আসর বসার কথা রয়েছে। তবে করোনা আবহে এরই মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন। সাতদিনের সেরা