kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

পশ্চিমবঙ্গে ফের একদিনে মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক   

১৫ মে, ২০২১ ১০:৪৯ | পড়া যাবে ২ মিনিটেপশ্চিমবঙ্গে ফের একদিনে মৃত্যুর রেকর্ড

ভারতের পশ্চিমবঙ্গে করোনায় গেল ২৪ ঘণ্টায় ১৩৬ জন মারা গেছেন যা একদিনে সর্বোচ্চ। শুক্রবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নতুন করে আক্রান্তের সংখ্যা ফের প্রায় ২১ হাজারের কাছে পৌঁছেছে।

উত্তর ২৪ পরগনায় নতুন করে ৪ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত প্রায় ৪ হাজার। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকায় সংক্রমণের মোট হার পৌঁছেছে ৯.৬৮ শতাংশে- যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিপপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪ হাজার ১৯৭ জন এবং কলকাতায় ৩ হাজার ৯৫৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। অন্য দিকে, হাওড়া (১,২৬৬), দক্ষিণ ২৪ পরগনা (১,২২৫), হুগলি (১,২৫১), নদিয়া (১,০২৫), পূর্ব মেদিনীপুর (৯৯৩), পশ্চিম বর্ধমান (৯৪১), পূর্ব বর্ধমান (৬৮০), বীরভূম (৮৪২), পশ্চিম মেদিনীপুর (৭৫৯), দার্জিলিং (৬৬৫), মুর্শিদাবাদ (৫৯৪) জেলায় দৈনিক সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১০ লাখ ৯৪ হাজার ৮০২ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গেছে।

গেল বৃহস্পতিবার সংক্রমণের দৈনিক হার ছিল ২৮.৯১ শতাংশ। তবে শুক্রবার তা বেড়ে ২৯.৭৫ শতাংশ হয়েছে। সংক্রমণ রুখতে ভ্যাকসিন এবং কভিড টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।সাতদিনের সেরা