kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

ফের নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন কে পি শর্মা ওলি

অনলাইন ডেস্ক   

১৪ মে, ২০২১ ১৭:৩৫ | পড়া যাবে ১ মিনিটেফের নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন কে পি শর্মা ওলি

আইন প্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে আবারও দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের অফিস থেকে এক ঘোষণায় বলা হয়, প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি প্রধানমন্ত্রী হিসেবে কে পি শর্মা ওলিকে নিয়োগ দিয়েছেন।

এর আগে কে পি শর্মা ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টি এবং জোট শরিকদের মধ্যে কয়েক মাস ধরে বিরোধের পর সোমবার অনাস্থা ভোটে হেরে যান। তবে পরে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আহ্বান জানান। 

পরে নেপালি কংগ্রেস দেখতে পায় যে তারা সংখ্যাগরিষ্ঠ জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সক্ষম হয়নি। এতে পার্লামেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পুনর্বহাল হয়েছেন।সাতদিনের সেরা