kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক   

১৪ মে, ২০২১ ১৬:১২ | পড়া যাবে ১ মিনিটেইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এই তথ্য জানিয়েছে। 

ভূমিকম্পের ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক তথ্য এখনো জানা যায়নি। ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। এই তথ্য জানিয়েছে জিএফজেড। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছ্বাস প্রবণতা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।
 
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা ফিলিফো দাইলি জানিয়েছেন, ভূমিকম্পটি ২০ সেকেন্ড ধরে অনুভূত হয়েছিল। কর্তৃপক্ষ এখনো এর প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

সূত্র : রয়টার্স।সাতদিনের সেরা