kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

পরিবেশগতভাবে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১০০ শহরের মধ্যে ৯৯টি এশিয়ায়

অনলাইন ডেস্ক   

১৩ মে, ২০২১ ১৯:২৫ | পড়া যাবে ২ মিনিটেপরিবেশগতভাবে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১০০  শহরের মধ্যে ৯৯টি এশিয়ায়

পরিবেশগত বিপর্যয়ের মুখে থাকা বিশ্বের ১০০টি শহরের মধ্যে ৯৯টিই এশিয়া মহাদেশের। আবার এর চার-পঞ্চমাংশ ভারত ও চীনে অবস্থিত। বৃহস্পতিবার প্রকাশিত পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জীবন বিনাশী দূষণ, জল সরবরাহে ঘাটতি, মারাত্মক তাপদাহ, প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের কারণে ১৫০ কোটি মানুষের বসবাস চার শতাধিক বড় শহর উচ্চ বা অতিউচ্চ মাত্রার ঝুঁকিতে আছে।

পরিবেশগতভাবে সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার জনবহুল নগরী জাকার্তা। এই মহানগরী বন্যা ও তাপদাহের কারণে ইতিমধ্যে বিপর্যস্ত এবং আরো বাজে পরিস্থিতি আগামীতে দেখা দেবে। তবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিবহুল ২০টি শহরের ১৩টিই রয়েছে ভারতে। যেকোনো দেশের তুলনায় তাই ভারত ভবিষ্যতে ভয়ংকর পরিস্থিতি পড়তে যাচ্ছে।

ব্যবসাঝুঁকি বিশ্লেষক ভারিস্ক ম্যাপলক্রফটের তৈরি করা ৫৭৬টি শহরের সূচকের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, তৃতীয় চেন্নাই, ষষ্ঠ আগ্রা, ১০ম কানপুর, ২২তম জয়পুর এবং ২৪তম অবস্থানে আছে লখনৌ। এক কোটি ২৫ লাখ মানুষের শহর দিল্লি রয়েছে ২৭তম অবস্থানে।

প্রতিবেদনের প্রধান লেখক উইল নিকলস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিশ্বের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর বাসস্থান এবং সম্পদের মূল চালিকাশক্তির শহরগুলো ইতিমধ্যে মারাত্মক বায়ুদূষণ, জলের ঘাটতি এবং প্রাকৃতিক ঝুঁকির মধ্যে রয়েছে।’

 

সূত্র : এএফপি।সাতদিনের সেরা