kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

আমিরাতে ঈদের জামাত

৩০ মিনিট আগে খোলা হয় মসজিদ-ঈদগাহ, নামাজ শেষে বন্ধ

আমিরাত প্রতিনিধি   

১৩ মে, ২০২১ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটে৩০ মিনিট আগে খোলা হয় মসজিদ-ঈদগাহ, নামাজ শেষে বন্ধ

সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবারে (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনায় স্বাস্থ্যবিধি মেনে আমিরাতজুড়ে মসজিদ ও ঈদগাহসমূহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

নামাজ শুরুর ৩০ মিনিট আগে মসজিদ ও ঈদগাহগুলো খোলা হয় এবং নামাজ শেষ হবার সাথে সাথেই মসজিদগুলো বন্ধ হয়ে যায়। প্রত্যেক মুসল্লি ঘর থেকে ওজু করে আসেন। তাদের মুখে ছিল মাস্ক এবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসেন।

করোনার বিধি-নিষেধ মেনে মসজিদে ঈদগাহে নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ পড়েছেন মুসল্লিরা। করোনার কারণে হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত ছিলেন সবাই। ঈদের নামাজে মহামারি করোনা থেকে মুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

এদিকে ঈদ উপলক্ষে আমিরাতে পাবলিক সেক্টরে পাঁচ দিন (১১-১৫ মে) এবং প্রাইভেট সেক্টরে চার দিন ছুটি (১১-১৪ মে) ঘোষণা করা হয়। যদিওবা আজ ছুটির তৃতীয় দিন। ছুটিতে আবুধাবি, দুবাই এবং শারজাহর পে পার্কিংগুলো ফ্রি করা হয়েছে।

আমিরাতে প্রবাসীরা বাংলাদেশিরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করছেন। সাতদিনের সেরা