kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

ধসে পড়েছে গাজা টাওয়ার, নিহতের সংখ্যা বেড়ে ৩৫

অনলাইন ডেস্ক   

১২ মে, ২০২১ ০৯:৫০ | পড়া যাবে ১ মিনিটেধসে পড়েছে গাজা টাওয়ার, নিহতের সংখ্যা বেড়ে ৩৫

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জন। এর মধ্যে ১০ শিশুও রয়েছে। সর্বশেষ হামলায় গুঁড়িয়ে গিয়েছে ১৩তলা গাজা টাওয়ার।

ইসরায়েলি বিমান থেকে ফেলা বোমার আঘাতে ১৩তলা ভবন গুঁড়িয়ে গিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার আশঙ্কায় আগে থেকেই মানুষ নিরাপদস্থলে সরে গিয়েছিল। এছাড়া সোমবারের হামলার ঘটনায় তিনজন ইসরায়েলি মারা গিয়েছে।

এদিকে হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে অন্তত ১৩০টি রকেট হামলা চালানো হয়েছে। সোমবারের হামলা ছাড়াও রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ।

গত কয়েকদিনের ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকে ২০১৭ সালের পর সবচেয়ে তীব্র বলা হচ্ছে।
সূত্র : আলজাজিরাসাতদিনের সেরা