kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

ভারতে করোনায় মৃতদেহ দাহ করতে এগিয়ে এল তাবলিগ জামাত

অনলাইন ডেস্ক   

১১ মে, ২০২১ ১৭:০৭ | পড়া যাবে ২ মিনিটেভারতে করোনায় মৃতদেহ দাহ করতে এগিয়ে এল তাবলিগ জামাত

করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময় ধর্মীয় সমাবেশ করে রাতারাতি ‘অপরাধী’ তকমা পেয়েছিল তাবলিগ জামাত। এমনকি দেশদ্রোহ এবং খুনের মামলা পর্যন্ত দায়ের হয়েছিল তাদের বিরুদ্ধে। সেই বিতর্ক পেছনে ফেলে করোনায় মৃতদের সৎকারে এগিয়ে এল সুন্নি ইসলামি সংগঠনটি।

অন্ধ্রপ্রদেশের তিরুপতি অঞ্চল করোনায় দিশেহারা হয়ে পড়েছে। এক চিতায় ১০ জনের দেহ তোলার পরিবর্তে ধর্মীয় আচার মেনে যাতে প্রত্যেক করোনা রোগীর সৎকার করা যায়, সেই কাজে হাত লাগিয়েছে তাবলিগ জামাত। সেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই দেহ সৎকার করছে তারা। গত এপ্রিল মাসে ওই অঞ্চলে দৈনিক প্রায় ১৫টি করে শব দাহ করেছেন তাদের স্বেচ্ছাসেবকরা। আর মহামারির একেবারে সূচনা পর্ব থেকে সবমিলিয়ে ৫৬৩টি শব দাহ করেছে তাবলিগ জামাত।

জানা গেছে, এই কাজটি করার জন্য তিরুপতি ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশনের অধীনে কভিড-১৯ জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) গঠন করেছে তারা। তাবলিগ জামারতের সদস্য জেএমডি গৌসে বলেন, গত বছর করোনার দায় আমাদের ওপর চাপানো হয়েছিল। আর এখন আমাদের প্রশংসা শুনছি। বর্তমানে তিরুপতিতে তাদের ৬০ জন স্বেচ্ছাসেবক তিনটি আলাদা আলাদা দল গড়ে কাজ করছেন। হিন্দু, মুসলিম কিংবা খ্রিস্টান— ধর্মবিশ্বাস অনুযায়ী রীতিনীতি মেনেই দেহ সৎকার করছে তারা।

সূত্র: আনন্দবাজার।সাতদিনের সেরা