kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

করোনার ভারতীয় ধরন সারা বিশ্বের জন্য উদ্বেগজনক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক   

১১ মে, ২০২১ ১০:৩১ | পড়া যাবে ১ মিনিটেকরোনার ভারতীয় ধরন সারা বিশ্বের জন্য উদ্বেগজনক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার ভারতীয় ধরনকে সারা বিশ্বের জন্য উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। সংস্থাটি বলছে, প্রাথমিক গবেষণায় দেখা যায়, অন্যান্য রূপের তুলনায় করোনার এ রূপ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

এরই মধ্যে ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় ধরন। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে আরো তিনটি রূপে একই ধরন দেখা গিয়েছে। আর এ ধরনের কারণে ভারতের অবস্থা বিপর্যস্ত। হাসপাতালগুলোতে জায়গা মিলছে না, রয়েছে অক্সিজেন সংকট। সেই সঙ্গে লাশ পোড়ানোর জন্য জায়গা পাওয়া যাচ্ছে না শ্মশানে।

ভারতে সোমবার নতুন করে করোনায় ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ হাজার ৭৫৪ জন। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে বলছে বিশেষজ্ঞরা।

ভারতে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে গেল মাসে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেসুস। সঙ্কট মোকাবেলায় দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।
সূত্র : বিবিসিসাতদিনের সেরা