kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তানে হামলার দায় নিল তালেবান

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ১১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেখাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তানে হামলার দায় নিল তালেবান

খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সম্প্রতি চালানো হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তান তালেবান। গত বৃহস্পতিবার সংগঠনটি দায় স্বীকার করেছে।

ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ও বুধবার ওই সব হামলা চালিয়েছে তালেবান। বেলুচিস্তানের ঝব এলাকা ও খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলার নর্থ ওয়াজিরিস্তানে তালেবানের হামলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তাসহ ৯ জন নিহত হয়েছে এবং আরো অন্তত আটজন আহত হয়েছে। 

তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি অজ্ঞাত স্থান থেকে এক বিবৃতিতে জানান, তাদের সদস্যরা নর্থ ওয়াজিরিস্তানের গুরইয়াম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়েছে।

আরেক ঘটনায় বেলুচিস্তানে আইন-শৃঙ্খলা বাহিনীর চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। সেখানে তালেবানরা সরাসরি গুলি চালিয়েছে পাকিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর।
সূত্র : এএনআই, ইয়াহু নিউজসাতদিনের সেরা