kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

ভারতে কঠিন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি!

অনলাইন ডেস্ক   

৮ মে, ২০২১ ২১:৩০ | পড়া যাবে ১ মিনিটেভারতে কঠিন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি!

ভারতে কর্নাটকের শ্রীরাঙ্গাপত্তনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক হিন্দু বৃদ্ধের। একে করোনা তার ওপর তাঁর এক ছেলে এবং এক মেয়েও একই কারণে হাসপাতালে ভর্তি। ফলে দেহ সত্‍কার করার লোক পাওয়া যাচ্ছিল না। কিন্তু এগিয়ে এলেন এক মুসলিম এবং এক ক্রিস্টান ব্যক্তি। হিন্দু রীতিনীতি মেনে ওই বৃদ্ধের দাহকাজ সম্পন্ন করলেন তাঁরা।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দৃষ্টান্ত স্থাপনকারী দুই ব্যক্তির নাম সাদ খায়ুন এবং রাহুল জর্জ। সম্প্রীতির এই কাহিনি শুনতে ভালো লাগলেও বাস্তবে খুব একটা সহজ ছিল না। ভয়ে ভয়ে ছিলেন সাদ এবং জর্জও।

সাদ খায়ুন এবং রাহুল জর্জ সংবাদমাধ্যমকে জানান, এক তো অন্য ধর্মের মানুষ অন্তিম সত্‍কারের মতো সংবেদনশীল কাজ। তার ওপর হিন্দু রীতি ঠিকমতো পালন করা গেল কি না তা নিয়েও ভয় ছিল। কোনোরকম বিতর্ক হোক, কেউই চাননি তাঁরা। তবে এই কাজ যে অন্যায় নয়, বরং পুণ্যের তা সম্যক জানতেন সাদ ও জর্জ। তাই ভয় পেলেও পিছিয়ে আসেননি। কোনো অনুশোচনাও নেই তাঁদের।

সূত্র: আজকাল, আনন্দবাজার।সাতদিনের সেরা