kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

জার্মানির হাসপাতাল থেকে চারজনের মরদেহ উদ্ধার, আটক ১

অনলাইন ডেস্ক   

২৯ এপ্রিল, ২০২১ ১৮:০১ | পড়া যাবে ১ মিনিটে



জার্মানির হাসপাতাল থেকে চারজনের মরদেহ উদ্ধার, আটক ১

জার্মানির একটি হাসপাতাল থেকে চারজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার একাধিক জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানী বার্লিনের নিকটস্থ ওবেরলিন ক্লিনিকে পৌঁছায় স্থানীয় পুলিশ। এক মুখপাত্র জানান, সহিংসতার কারণেই এসব মৃত্যু হয়েছে। আর এর পেছনে ৫১ বছর বয়সী ওই নারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বার্লিনের সীমান্তবর্তী পটসড্যাম শহরে অবস্থিত ওবেরলিন ক্লিনিক মূলত একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল। সেখানে ১৬০টি শয্যা ও ৩০০ জন স্বাস্থ্যকর্মী কাজ করেন। এ ঘটনায় মৃতরা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন কি না, তা এখনো জানা যায়নি। এমনকি কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সে ব্যাপারেও কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কিছু জানাননি।

সূত্র : রয়টার্স।



সাতদিনের সেরা