kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

জমি নিয়ে দ্বন্দ্ব : আফগানিস্তানের মসজিদে গুলি, আট ভাই নিহত

অনলাইন ডেস্ক   

১৯ এপ্রিল, ২০২১ ১১:১২ | পড়া যাবে ১ মিনিটেজমি নিয়ে দ্বন্দ্ব : আফগানিস্তানের মসজিদে গুলি, আট ভাই নিহত

আফগানিস্তানের একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের আটজন সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের জালালাবাদ শহরে গত শনিবার রাতে ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নানগারহারের গভর্নর জিয়াউল হক আমারখিলকে উদ্ধৃত করে আলজাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, জমি নিয়ে কোন্দলের জেরে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। 

তিনি আরো জানান, অজ্ঞাত ব্যক্তির গুলিতে পাঁচ ভাই ও তাদের তিন চাচাতো ভাই মারা গেছে। তারাবির নামাজের সময় গুলি চালানোর ঘটনা ঘটে।

২০২০ সালের এপ্রিলে ওই এলাকায় জমি নিয়ে কোন্দলের জেরে সশস্ত্র সংঘর্ষে ছয়জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছিল। টানা কয়েক দিন ধরে সংঘর্ষ চলছিল ওই সময়।
সূত্র : আলজাজিরাসাতদিনের সেরা