kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

নতুন আইনের পর চীনে তাইওয়ানের বিনিয়োগ হ্রাস

অনলাইন ডেস্ক   

১৮ এপ্রিল, ২০২১ ১৩:০৬ | পড়া যাবে ১ মিনিটেনতুন আইনের পর চীনে তাইওয়ানের বিনিয়োগ হ্রাস

তাইওয়ান থেকে চীনে বিনিয়োগের হার ২০২০ সালে এসে ৩৩ শতাংশে নেমে গেছে। এর আগে ২০১০ সালে এটি ৮৪ শতাংশ ছিল। গত বৃহস্পতিবার প্রিমিয়ার সু সেং-চাং এ কথা বলেছেন।

সিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনডিসি) একটি প্রতিবেদন শোনার পর এ ধরনের মন্তব্য করেন সু সেং-চাং।

তিনি আরো বলেন, গত কয়েক বছরে নানা ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের বিদেশি বিনিয়োগ এখন আর কেবল চীনকে কেন্দ্র করে হয় না। একই ধরনের সব ডিম একই ঝুড়িতে না রাখার মূল অর্থনৈতিক ধারণাটি অনুসরণ করে তা প্রয়োগ করা হচ্ছে। এর আগে তাইওয়ানের অনেক ব্যবসায়ী চীনে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন।

সু সেং-চাং আরো বলেন, এই লক্ষ্য অর্জনে অন্যতম মূলনীতি হলো- সেই সংস্থাগুলোকে দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং আরো কর্মসংস্থান সৃষ্টি করা। 

তিনি আরো বলেন, তাইওয়ানের ইলেক্ট্রনিক্স এবং সেমিকন্ডাক্টররা করোনাভাইরাস মহামারির সময় বৈশ্বিক অর্থনীতিতে অবদান রেখেছিল। এ বছর তাইওয়ানের অর্থনীতি ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পাচ্ছে।
সূত্র : তাইওয়ান নিউজসাতদিনের সেরা