kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

বেলুচিস্তানে ফুটবল ম্যাচে বিস্ফোরণ, আহত ১৪

অনলাইন ডেস্ক   

১৫ এপ্রিল, ২০২১ ১৬:০৯ | পড়া যাবে ১ মিনিটেবেলুচিস্তানে ফুটবল ম্যাচে বিস্ফোরণ, আহত ১৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি ফুটবল ম্যাচ চলাকালে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ফুটবল মাঠের দেয়ালের পাশে একটি উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) লাগিয়েছিল। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। গতকাল বুধবার  এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, তারিক এলাহী মাসতোই নামের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ম্যাচটি দেখতে আসা দর্শকদের মধ্যে ১৪ জন আহত হয়েছেন। ভাগ্যক্রমে, কোনো ফুটবল খেলোয়াড় বিস্ফোরণে আহত হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের জন্য দায় নেয়নি। বেলুচিস্তানে সহিংসতা বাড়ছে। গত বছর বেশ কয়েকটি ঘটনা সামনে আসে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।সাতদিনের সেরা