kalerkantho

বৃহস্পতিবার । ২৩ বৈশাখ ১৪২৮। ৬ মে ২০২১। ২৩ রমজান ১৪৪২

মিয়ানমারে বিদ্রোহীদের সংঘবদ্ধ হামলা, ১০ পুলিশের মৃত্যুর খবর

অনলাইন ডেস্ক   

১০ এপ্রিল, ২০২১ ১৬:৩৫ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমারে বিদ্রোহীদের সংঘবদ্ধ হামলা, ১০ পুলিশের মৃত্যুর খবর

ছবি: জি-পোস্ট।

মিয়ানমারে জান্তা সরকারবিরোধী জাতিগত সশস্ত্র বিদ্রোহীজোটের সংঘবদ্ধ হামলায় ১০ পুলিশ নিহত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দেশটির শান রাজ্যের নুনগোমন এলাকার থানায় ভোরবেলা এ হামলা চালানো হয়। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

মিয়ানমারে স্থানীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে রয়টার্স বলেছে, এই জোটে আছে আরাকান আর্মি, ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি। এদের যোদ্ধারাই এ হামলা চালিয়েছে।

মিয়ানমারে স্থানীয় গণমাধ্যম 'শান নিউজ' বলছে, হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। 'শ্বে ফি ম্যায়' নামের একটি গণমাধ্যম বলছে, নিহতের সংখ্যাটি ১৪। এ বিষয়ে কথা বলতে জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ব্যাক করেননি।

সূত্র : বিবিসিসাতদিনের সেরা