kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩৬

অনলাইন ডেস্ক   

২ এপ্রিল, ২০২১ ১৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেতাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩৬

তাইওয়ানে সুড়ঙ্গ পথের একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে পশ্চিমাঞ্চলের হুলালিয়েন শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

এ ছাড়া আরও অন্তত ৭২ যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং অনেকে আটকা পড়ে আছেন। সুড়ঙ্গ পথে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তাইওয়ানের দমকল বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তাইপে থেকে তাইতুংয়ে যাওয়ার পথে হুয়ালিয়েন শহরের উত্তরে একটি সুড়ঙ্গে দুর্ঘটনায় পড়ে যাত্রীবাহী এই ট্রেন। সুড়ঙ্গের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ট্রেনের প্রথম তিন বগি থেকে প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ই ওয়েন বলেন, শুক্রবার সকালে সুড়ঙ্গে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। আটকে পড়াদের উদ্ধার করাই আমাদের প্রথম লক্ষ্য।

সূত্র : বিবিসিসাতদিনের সেরা