ফাইল ফটো
ভোট প্রচারণায় নন্দীগ্রামে পৌঁছে মমতা ব্যানার্জি আজ জানালেন পয়লা এপ্রিল ভোটগ্রহণ পর্যন্ত তিনি নন্দীগ্রামে থাকবেন।
পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ নির্বাচনের সবথেকে আকর্ষক ভোট যুদ্ধ হতে চলেছে নন্দীগ্রামে। যেখানে মমতার সঙ্গে লড়াই হবে দলত্যাগী শুভেন্দু অধিকারীর।
"আমি আজ এলাম ,আমি এক তারিখ ভোট শেষ হওয়া অব্দি এখানে থাকবো "আজ ঘোষণা দিলেন মমতা।
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম মমতার রাজনীতির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জমি অধিগ্রহণের বিরুদ্ধে এখানে এবং সিঙ্গুর আন্দোলনের নেতৃত্ব দিয়ে মমতা ক্ষমতায় আসেন। সেই আন্দোলনে মমতার সৈনিক শুভেন্দু অধিকারী, আজ বিজেপিতে এবং নন্দীগ্রাম থেকে ভোটযুদ্ধে মমতার প্রতিদ্বন্দ্বী।
"আমাকে ওরা বহিরাগত বলছে, আমি এখানের আন্দোলনকে নেতৃত্ব দিয়ে সারা দুনিয়ার কাছে নন্দীগ্রামকে চিনিয়েছি। আজ এক গদ্দার বলছে, আমি বহিরাগত?"বলেন মমতা।
নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে উপস্থিত শ্রোতারা বলে উঠেন না, না। মমতা বলেন আগামী পয়লা এপ্রিল খেলা হবে কারণ নন্দীগ্রামের মানুষ গদ্দাড় শুভেন্দুকে শিক্ষা দেবে।
"আমি আগামী পাঁচ দিন এখানে থাকবো। আপনাদের সাথে বারবার দেখা করব। আমি জানি, বিজেপি ভোটে জেতার জন্য গুন্ডা নিয়ে এসেছে। দেখি ওরা কত গুন্ডামি করতে পারে।" বলেন মমতা।
আজ নন্দীগ্রামে মমতা তিনটি মিটিং করেন এবং আগামীকাল চারটি মিটিং এবং একটি রোড শোতে অংশগ্রহণ করবেন মমতা।
মন্তব্য