মিয়ানমারের ইয়াঙ্গুনে দেশটির নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরে বোমা হামলা হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলটির এক কর্মকর্তা। স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলা চালানো হয়। হামলার পরপরই এনএলডির কার্যালয়ে আগুন ধরে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এনএলডির ওই সদর দপ্তরের দায়িত্বে থাকা সোয়ে উইন বলেন, এলাকার বাসিন্দারা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আনুমানিক ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মনে হচ্ছে কেউ পেট্রল বোমায় আগুন ধরিয়ে তা সদর দপ্তরের দিকে ছুড়ে দিয়েছিল। বোমা হামলার পর এনএলডির সদর দপ্তরের প্রবেশপথটি পুড়ে গেছে। দলের সদস্যরা ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।
সূত্র : ব্যাংকক পোস্ট
মন্তব্য