kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

নাম না করেই ট্রাম্পকে একহাত নিলেন বাইডেন

অনলাইন ডেস্ক   

২২ মার্চ, ২০২১ ০৯:৪৬ | পড়া যাবে ১ মিনিটেনাম না করেই ট্রাম্পকে একহাত নিলেন বাইডেন

জাতিবিদ্বেষ ছড়ানোর প্রশ্নে নাম না করেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনে করোনাভাইরাস সংক্রমণ প্রথম চিহ্নিত হয়েছিল বলে ক্রমাগত সেটিকে চীনা ভাইরাস বলেছিলেন ট্রাম্প। 

গত বছর এ নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। জো বাইডেন বলেছেন, কিছু বললে তার পরিণাম পেতেই হয়। এটা করোনাভাইরাস। সেটাই শেষ কথা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জন এবং মারা গেছে ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জন।

তার মধ্যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি পাঁচ লাখ ২১ হাজার ৭৬৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫৫ হাজার ৩১৪ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার, আনন্দবাজার।সাতদিনের সেরা