kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

জেগে উঠলো আইসল্যান্ডের আগ্নেয়গিরি

অনলাইন ডেস্ক   

২০ মার্চ, ২০২১ ১৪:০৯ | পড়া যাবে ১ মিনিটেজেগে উঠলো আইসল্যান্ডের আগ্নেয়গিরি

আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। শুক্রবার সে দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রিকজাভিক থেকে কয়েক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পার্বত্য এলাকায় আগ্নেয়গিরিটি অবস্থিত।

ফাগরাডালসফল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তথ্য পাওয়া গেছে ওয়েবক্যাম এবং স্যাটেলাইট ইমেজের সাহায্যে। প্রায় আটশ বছর আগে আগ্নেয়গিরিটি সক্রিয় ছিল। খবর বিবিসির।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইসল্যান্ডে গত ২১ দিতে অন্তত ৪০ হাজার বার ভূমিকম্প হয়েছে। এ কারণে আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল।

এর আগে ২০১০ সালে আইসল্যান্ডের আরেকটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে। ওই ঘটনার পর ইউরোপ জুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। 

তবে এই আগ্নেয়গিরি তেমন একটা ছাই ও ধোঁয়া উদগিরণ হচ্ছে না। ফলে বিমান চলাচলে ব্যাঘাত না ঘটারই সম্ভাবনা রয়েছে।

সূত্র: বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা