kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

ভারতীয় নাগরিকের কাছেও বঙ্গবন্ধু একজন বীর: মোদি

অনলাইন ডেস্ক   

১৭ মার্চ, ২০২১ ১৪:৫৯ | পড়া যাবে ১ মিনিটেভারতীয় নাগরিকের কাছেও বঙ্গবন্ধু একজন বীর: মোদি

ফাইল ছবি।

সকল ভারতীয় নাগরিকের কাছেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বীর হিসেবে গণ্য হন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এক টুইট বর্তায় ভারতের এই প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

টুইট বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’

আগামী ২৬ মার্চ দু'দিনের সফরে বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি বাংলাদেশের তিনটি আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে। করোনা মহামারির মধ্যে এটাই তার প্রথম বিদেশ সফর। করোনার কারণে এর মধ্যে তিনি অন্য কোনো দেশে সফর করেননি।

মন্তব্যসাতদিনের সেরা