kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

ফ্রান্সের শিক্ষক হত্যা, ফেঁসে যাচ্ছে ১৩ বছরের মুসলিম স্কুলছাত্রী

অনলাইন ডেস্ক   

৯ মার্চ, ২০২১ ১৫:৪৫ | পড়া যাবে ১ মিনিটেফ্রান্সের শিক্ষক হত্যা, ফেঁসে যাচ্ছে ১৩ বছরের মুসলিম স্কুলছাত্রী

গত অক্টোবরে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করার জেরে ফ্রান্সের এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ফেঁসে যাচ্ছে স্কুলটির এক মুসলিম ছাত্রী। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন নিহত শিক্ষকের আইনজীবী। 

নিহত শিক্ষকের আইনজীবী জানান, গত বছরের অক্টোবরে শিক্ষক স্যামুয়েল প্যাতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করার আগে ক্লাসে কেউ থাকতে না চাইলে চলে যাওয়ার অনুমতি দেন। এ সময় মুসলিম ছাত্রীটি ক্লাস থেকে বের হয়ে গিয়েছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী জানিয়েছে, ‘বাড়ি গিয়ে আমি আমার বাবা-মাকে বিষয়টি বলি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গচিত্র প্রদর্শনের কথাটি জানিয়ে পোস্ট দিলে তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়’। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীটির বাবা এবং ফেসবুকে ছড়িয়ে দেন ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিষয়টি। 

এরপরই আব্দুল্লাখ আজোরোভ নামে ১৮ বছরের এক চেচেন বংশোদ্ভূত যুবক ওই শিক্ষককে গলা কেটে হত্যা করে। পুলিশও ওই যুবককে গুলি করে হত্যা করে। তবে মুসলিম ছাত্রীটির আইনজীবী বেকো টাবুলা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যঙ্গচিত্র প্রদর্শনের সময় সে ক্লাসে ছিল না।

সূত্র: বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা