মিয়ানমারে পুলিশি হেফাজতে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দল এনএলডির এক নেতার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। গতকাল শনিবার রাতে খিন মং লাট নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে নিহতের একটি রক্তাক্ত ছবি গণমাধ্যমের হাতে এসেছে।
ছবিতে দেখা যাচ্ছে, মং লাটের মাথার চারপাশে রক্তাক্ত কাপড় দিয়ে বাঁধা। তার মৃত্যুকে কেউ কেউ রহস্যজনক মনে করছেন। তবে এ বিষয়ে পুলিশের কোনো মন্তব্য যাওয়া যায়নি।
এদিকে, মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ধরতে গতকাল শনিবার রাতভর দমনমূলক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এরপর আজ ইয়াঙ্গুনসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : রয়টার্স
মন্তব্য