kalerkantho

মঙ্গলবার । ৩০ চৈত্র ১৪২৭। ১৩ এপ্রিল ২০২১। ২৯ শাবান ১৪৪২

ব্রাজিলিয়ানদের করোনা নিয়ে ঘ্যানঘ্যান বন্ধ করতে বললেন বলসোনারো

অনলাইন ডেস্ক   

৫ মার্চ, ২০২১ ১৩:৪২ | পড়া যাবে ২ মিনিটেব্রাজিলিয়ানদের করোনা নিয়ে ঘ্যানঘ্যান বন্ধ করতে বললেন বলসোনারো

করোনাভাইরাস নিয়ে ব্রাজিলিয়ানদের ঘ্যানঘ্যান বন্ধ করতে বলেছেন সে দেশের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে ব্রাজিলে আবারো করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি সাত লাখ ৯৬ হাজার পাঁচশ ছয়জন এবং মারা গেছে দুই লাখ ৬১ হাজার একশ ৮৮ জন।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, আপনারা ঘ্যানঘ্যান বন্ধ করুন। করোনাভাইরাসের জন্য আর কতদিন বাড়িতে থাকবেন এবং সবকিছু বন্ধ করে রাখবেন। মৃত্যুর ঘটনায় আমরা দুঃখিত। তবে আমাদের একটি সমাধান দরকার।

এদিকে জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে ব্রাজিল। বিশ্বে করোনায় মৃত্যুর দিক থেকে দুই নম্বরে রয়েছে দেশটি।

তবে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনা মহামারির শুরু থেকেই ভাইরাসটিকে পাত্তা দিচ্ছেন না। এজন্য ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি।

অথচ, গত বৃহস্পতিবার সে দেশে করোনায় মারা গেছে এক হাজার ছয়শ ৯৯ জন এবং তার আগের দিন মারা গেছে এক হাজার নয়শ ১০ জন।

সূত্র: বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা