যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ফের হামলার হুমকিতে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাপিটল পুলিশ বলছে, মিলিশিয়া বাহিনী ৪ মার্চ হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এই শঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যে কোনো ধরনের হুমকি প্রতিরোধে প্রস্তুত রয়েছে। হামলার শঙ্কায় প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবারের অধিবেশন বাতিল করেছে, কিন্তু সিনেট তার এজেন্ডা চালু রেখেছে। ভয়াবহ হামলার দু মাস পর এই হুমকি দেওয়া হয়েছে। ওই দাঙ্গায় এক পুলিশ অফিসার সহ পাঁচজনের প্রাণহানি ঘটে। পরে পুলিশ বাহিনীর প্রধান পদত্যাগ করেন।
অন্যদিকে একটি ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বের সমর্থকরা বিশ্বাস করেন যে ট্রাম্প ৪ মার্চ হোয়াইট হাউসে ফিরে আসবেন।
মন্তব্য