kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ১০

অনলাইন ডেস্ক   

৩ মার্চ, ২০২১ ২০:৪৭ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ১০

দক্ষিণ সুদানের জংলাই রাজ্যে মঙ্গলবার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বিমানের দুই পাইলটও রয়েছেন। আজ বুধবার এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে গভর্নর ডিনে জোক চাগোর বলেন, পিরি এয়ারস্ট্রিপে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটের দিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর এটি ছিল বড় দুঃখের ও ভয়ঙ্কর খবর। তিনি বলেন, এ ঘটনায় দুই পাইলটসহ ১০ জন নিহত হন।

বিমানটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিল বলে জানা গেছে। এ ঘটনায় মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এটি ছিল এই বিমান সংস্থাটির দ্বিতীয় কোনো বিমান দুর্ঘটনা। এর আগে ২০১৭ সালে এই এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। তবে ওই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র : এএফপি

মন্তব্যসাতদিনের সেরা