kalerkantho

মঙ্গলবার । ৩০ চৈত্র ১৪২৭। ১৩ এপ্রিল ২০২১। ২৯ শাবান ১৪৪২

ইন্দোনেশিয়ায় স্বর্ণ খনিতে ধস, ৬ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক   

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৫০ | পড়া যাবে ১ মিনিটেইন্দোনেশিয়ায় স্বর্ণ খনিতে ধস, ৬ জনের প্রাণহানি

ছবি: আলজাজিরা।

ইন্দোনেশিয়ার একটি ‘অবৈধ’ স্বর্ণ খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে নারীকর্মীসহ অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। একইসঙ্গে ধ্বংস্তুপ থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও একজনকে খোঁজে পাওয়া যায়নি।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় সুলাওয়েসী দ্বীপে এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় অনুসন্ধান এবং উদ্ধারবিষয়ক সংস্থার প্রধান অ্যান্ড্রিয়াস হেন্ডরিক জোহানেস জানান, বুধবার গভীর রাতে মধ্য সুলাওয়েসী প্রদেশের পরিগি মৌতং জেলায় একটি খনিতে ধস নামে। এতে ২৩ জন আটকা পড়ে বলে অনুমান করা হয়েছিল। উদ্ধারকর্মীরা ১৬ জনকে উদ্ধার করেছে। এ ছাড়াও চারজন নারী ও দুজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবৈধ খনি ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরও সুমাত্রা দ্বীপে ভারী বৃষ্টিতে ভূমিধস হয়। এছাড়া একই বছর ওই দ্বীপে পরিত্যক্ত স্বর্ণখনিতে ধসে প্রাণহানি হয়েছে। 

সূত্র : এবিসি নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা