kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে ‘সম্পূর্ণ বিজয়’র ঘোষণা চীনা প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক   

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫৬ | পড়া যাবে ১ মিনিটেগ্রামীণ দারিদ্র্য দূরীকরণে ‘সম্পূর্ণ বিজয়’র ঘোষণা চীনা প্রেসিডেন্টের

চীনের গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সকারের প্রচেষ্টায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে এ অর্জন উদযাপন করতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার জানিয়েছে, গত আট বছরে দেশটির প্রায় ৯৮ দশমিক ৯৯ মিলিয়ন মানুষের চরম দারিদ্র্য দূর করেছে। চীনের আটশ ৩২টি দারিদ্র্য কাউন্টি এবং দেশটির এক লাখ ২৮ হাজার গ্রামকে দারিদ্র্যের তালিকা থেকে সরানো হয়েছে। চীন বলেছে, একই সময়ে ৭০ শতাংশেরও বেশি বিশ্ব দারিদ্র্য হ্রাসে অবদান রেখেছে দেশটি। 

চীন মাথাপিছু বার্ষিক চার হাজার ইউয়ান (৬২০ ডলার) বা দৈনিক এক দশমিক ৫২ ডলারের চেয়ে কম আয়কে চরম গ্রামীণ দারিদ্র্য বলে সংজ্ঞায়িত করেছে। অন্যদিকে ওয়াল্ড ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী এ ক্ষেত্রে বার্ষিক মাথাপিছু আয় ছয় হাজার ৯৩ দশমিক পাঁচ ডলার নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্যসাতদিনের সেরা