kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

ইরানের পরমাণু ইস্যু ‘সংকটজনক’ : চীন

অনলাইন ডেস্ক   

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২৫ | পড়া যাবে ১ মিনিটেইরানের পরমাণু ইস্যু ‘সংকটজনক’ : চীন

ইরানের পরমাণু ইস্যু নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্তগুলো না মানা পর্যন্ত তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলবেন না। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমেরিকা যদি আগে তাদের ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, তবেই তেহরান চুক্তিতে ফিরবে।

আর চীন বলেছে, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুু বর্তমানে ‘সংকটজনক অবস্থায়’ রয়েছে। বর্তমান অবস্থায় অনেক সুযোগ এবং চ্যালেঞ্জও রয়েছে। এই অচলাবস্থা দূর করার আসল চাবি হলো দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমরা সব সময় বিশ্বাস করি, চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা ইরানি পারমাণবিক ইস্যুতে অচলাবস্থা ভাঙার মূল চাবিকাঠি। 

ইরান যখন পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ করেছে, ঠিক তার এক দিন পরই চীনের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।

সূত্র : এবিসি নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা