kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

কঙ্গোতে আবারও গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত

অনলাইন ডেস্ক   

২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৬ | পড়া যাবে ১ মিনিটেকঙ্গোতে আবারও গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘের গাড়িবহরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গতকাল সোমবার ঘটা এ ঘটনায় ইতালির রাষ্ট্রদূতসহ তিনজন নিহত হয়েছেন। কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল সোমবার সকালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) গাড়িবহরে ভ্রমণ করছিলেন ইতালির রাষ্ট্রদূত লুকা আন্তানাসিও। তাদের বহনকারী গাড়িবহর উত্তর কিভু প্রদেশের গোমা নামক স্থানে পৌঁছলে হামলার শিকার হয়। এতে ওই গাড়িবহরে থাকা ইতালির রাষ্ট্রদূত, একজন ইতালির সৈনিক ও গাড়িচালক নিহত হন। 

এ বিষয়ে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইতালির রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে। তারা এফডিএলআর বিদ্রোহী গোষ্ঠীকে এই হামলার পেছনে দায়ী থাকার কথা জানিয়েছে। তবে এই গ্রুপের মুখপাত্র অভিযোগটি অস্বীকার করেছেন। কুর এনগোমা নামের ওই মুখপাত্র জানান, 'এখানে ১০০টিরও বেশি সশস্ত্র দল কাজ করে, তারা কেন আমাদের সঙ্গে লিংক করেছে তা আমরা জানি না। এই জঘন্য হত্যাকাণ্ডে আমাদের কোনো ভূমিকা ছিল না।

সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা