kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের একতরফা প্রচেষ্টা, জাপানের উদ্বেগ

অনলাইন ডেস্ক   

২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫৩ | পড়া যাবে ২ মিনিটেপূর্ব ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের একতরফা প্রচেষ্টা, জাপানের উদ্বেগ

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা পূর্ব ও দক্ষিণ চীন সাগরের অবস্থা পরিবর্তনে চীনের একতরফা প্রচেষ্টা ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। জি-৭ এর টেলিকনফারেন্সে অংশ নিয়ে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন ইয়োশিহিদে সুগা। 

জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, যা বলার দরকার সেটা জাপান বলবে এবং এ ব্যাপারে বেইজিংকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে।

জাপানের স্থানীয় সময় গত শুক্রবার রাত ১১টার পর নেতারা টেলিকনফারেন্সের আয়োজন করেন। জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির এটি প্রথম জি-৭ বৈঠক।

করোনাভাইরাস মহামারির ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী বলেন, গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের জীবন ও জীবিকা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি।  

তিনি আরো বলেন, গত বছর থেকে অনেক কিছু শিখেছি এবং তিনি যা ভালো মনে করেন, সেটাই বাস্তবায়ন করছেন বলেও দাবি করেন।  

করোনাভাইরাসের টিকা বিতরণ দ্রুত করতে জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি ২০ কোটি ডলারে টিকা কেনার জন্য একটি বৈশ্বিক উদ্যোগে জাপানের অবদান বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

এ বছরের গ্রীষ্মে টোকিও অলিম্পিক এবং প্যারা অলম্পিক গেমস আয়োজনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী। 

সূত্র: ফিন্যান্সিয়াল পোস্ট

মন্তব্যসাতদিনের সেরা