kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

মালয়েশিয়ায় সবার আগে টিকা নেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   

১২ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩১ | পড়া যাবে ২ মিনিটেমালয়েশিয়ায় সবার আগে টিকা নেবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন করোনাভাইরাসের টিকা সবার আগে গ্রহণ করবেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রযুক্তিমন্ত্রী ও জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির সমন্বয়মন্ত্রী খায়েরি জামালউদ্দিন। চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ায় করোনা টিকা কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। দেশটিতে ফাইজারের তৈরি করোনা টিকা প্রয়োগ করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির বার্নামা টিভিতে এক টকশোতে প্রযুক্তিমন্ত্রী খায়েরি জামালউদ্দিন বলেন, টিকা নিরাপদ, জনগণকে এটা বোঝাতে ও আশ্বস্ত করতে সবার আগে ফাইজারের টিকা নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জানিয়েছিলেন, মালয়েশিয়ায় জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি চলতি মাসের শেষের দিকে শুরু হবে এবং সরকার দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে এই টিকা প্রদান করবে। জনগণকে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে বলেও সেসময় জানিয়েছিলেন তিনি।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রথম ধাপে ৫ লাখ সম্মুখসারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, ৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখনো পর্যন্ত মারা গেছেন ৯৩৬ জন।

সূত্র: স্ট্রেইট টাইমস।

মন্তব্যসাতদিনের সেরা