kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

অভ্যুত্থানের নিন্দা, গণতন্ত্রকে সম্মান জানাতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   

১ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৪০ | পড়া যাবে ১ মিনিটেঅভ্যুত্থানের নিন্দা, গণতন্ত্রকে সম্মান জানাতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সঙ্গে আটক নেতাদের মুক্তি দেওয়ার কথা বলেছেন তিনি।

অং সান সুচিকে অবৈধভাবে আটক রাখার নিন্দাও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, গণতন্ত্রকে অবশ্যই সম্মান করতে হবে। 

এদিকে বিশ্বনেতারাও মিয়ানমারের ঘটনায় সেনাবাহিনীর নিন্দা করছে। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক, সিঙ্গাপুর অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। 

এমনকি জাতিসংঘ থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় সরব হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সেই তালিকায় শরিক হলেন।

জানা গেছে, গত বছরের নির্বাচনে ৪৭৬ আসনের মধ্যে ৩৯৬টিতে জিতেছে অং সান সুচির দল। তবে সেনাবাহিনীর অভিযোগ, নির্বাচনের ফলে জালিয়াতি করা হয়েছে। এ ঘটনার জেরে অং সান সুচি এবং সে দেশের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে।

আজ সোমবার সকালে জনসন এক টুইট বার্তায় জানান, আমি এ অভ্যুত্থানের নিন্দা জানাচ্ছি এবং অং সান সুচিসহ মিয়ানমারে বেসামরিক নাগরিকদের বেআইনিভাবে আটকের নিন্দা জানাচ্ছি।

সূত্র : স্কাই নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা