চীনের শ্যানডং প্রদেশের হুশান স্বর্ণখনিতে আটকা পড়া নয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রবিবার ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।
গত ১০ জানুয়ারি হুশান স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর ২২ জন শ্রমিক সেখানে আটকা পড়েন । এই ঘটনার পর এখনো ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
শ্রমিকদের মরদেহ উদ্ধারের পর সংবাদ সম্মেলনে চীনের ইয়ান্তাই শহরের মেয়র চেন ফেই বলেন, রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উদ্ধারকারী কর্মীরা একটানা উদ্ধার কাজ চালিয়ে গেছেন। তারা আরো অন্তত নয়জনকে উদ্ধার করতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যবশত তারা সবাই মৃত, বলেন তিনি।
সূত্র: রয়টার্স।
মন্তব্য