চীনের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে আটকে পড়ে থাকা ২২ জনের মধ্যে প্রথম একজনকে উদ্ধার করা হয়েছে। গত ১৪ দিন ধরে তিনি সেখানে আটকা পড়ে ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ রবিবার ওই ব্যক্তিকে দেখা যায়। এরপর তাকে দ্রুত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
তবে সিসিটিভি এক প্রতিবেদনে বলছে, উদ্ধার হওয়া ব্যক্তির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। জানা গেছে, উদ্ধারকারীদের সঙ্গে খনিতে আটকাপড়া যে ১০ জনের যোগাযোগে হয়েছে, তাদের থেকে বিচ্ছিন্ন ছিলেন এই ব্যক্তি।
গত ১০ জানুয়ারি দুর্ঘটনার পর থেকে খনির ভেতরে পানির পরিমাণ বাড়ছে। সে কারণে উদ্ধারকারীরা বেশ কঠিনভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন।শ্যানডং প্রদেশের হুশান সোনার খনিতে ওই দুর্ঘটনায় ২২ জন আটকা পড়ে থাকলেও তাদের মধ্যে কতজন জীবিত আছেন, তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য