kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় নিল আইএস

অনলাইন ডেস্ক   

২২ জানুয়ারি, ২০২১ ০৯:২৪ | পড়া যাবে ১ মিনিটেবাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় নিল আইএস

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি বলছে, ভয়াবহ এই হামলার পেছনে তারা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে।

গত তিন বছরের মধ্যে এটা সবচেয়ে বড় ধরনের হামলা। শিয়া মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তায়ারান স্কয়ারে পুরনো কাপড় বিক্রির বাজারে ভীড়ের মধ্যে আত্মঘাতী হামলাকারীদ্বয় সুইসাইডাল ভেস্ট বিস্ফোরিত করে। এ ঘটনায় ওই দু'জনও মারা গেছে।

২০১৭ সালের পর পর থেকে বাগদাদে আত্মঘাতী হামলার ঘটনা একেবারেই নেই বললেই চলে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে চোরাগুপ্তা হামলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেরই গত কয়েক বছরে টার্গেট করেছে আইএস। এবার বাগদাদের মতো জায়গায় বড় ধরনের হামলা চালালো তারা।

সূত্র: বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা