kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২১ ২১:২৩ | পড়া যাবে ১ মিনিটেফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে ফের আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। এ কম্পনের গভীরতা ছিল ভূমির ৯৫.৮ কিলোমিটার নিচে। এটির কেন্দ্র ছিল দাভাও অকিসিডেন্টাল থেকে ২১০ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়। 

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে। 

এর আগে গত ২৫ ডিসেম্বর বড়দিনে দেশটির রাজধানী ম্যানিলায় আঘাত হেনেছিল ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প।

সূত্র: এবিসি নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা