kalerkantho

মঙ্গলবার । ২৪ ফাল্গুন ১৪২৭। ৯ মার্চ ২০২১। ২৪ রজব ১৪৪২

সেরাম ইনস্টিটিউটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২১ ১৮:৪০ | পড়া যাবে ১ মিনিটেসেরাম ইনস্টিটিউটের আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে আনা হয়েছে ভারতে করোনা টিকা উৎপাদকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টা সময় নেন দেশটির দমকল বাহিনীর কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনলেও লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এক দমকল কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার ঘটনায় বিল্ডিংয়ে পাঁচজন মানুষ আটকা পড়ে। কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। আগ্নিকাণ্ডের ঘটনায় করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনে আঘাত হানার সম্ভাবনা নেই।

সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা বলেছেন,  আমরা একজন বা দু'জনকে উদ্ধারের চেষ্টা করছি, এটি এখন আমাদের একমাত্র অগ্রাধিকার। আগুন ফলে ক্ষয়ক্ষতির বিষয়টি পরে মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।

এদিকে, এক টুইটে আদর পুনাওয়ালা লেখেন, উদ্বেগের পাশাপাশি আশীর্বাদের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কয়েকটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আগুনের ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বা কেউ গুরুতর আহত হননি।

সূত্র: এনডিটিভি।

মন্তব্যসাতদিনের সেরা