kalerkantho

মঙ্গলবার । ২৪ ফাল্গুন ১৪২৭। ৯ মার্চ ২০২১। ২৪ রজব ১৪৪২

ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ইরাকে, নিমেষেই শেষ ২৮ প্রাণ

অনলাইন ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২১ ১৭:৪৪ | পড়া যাবে ১ মিনিটেভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ইরাকে, নিমেষেই শেষ ২৮ প্রাণ

ছবি: ভিডিও থেকে নেওয়া।

জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭৩ জন। ইরাকের সিভিল ডিফেন্স ইউনিটের প্রধান মেজর জেনারেল কাদেম বোহান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

মধ্য বাগদাদে একটি বাণিজ্যিক কেন্দ্রে জোড়া বিস্ফোরণ হয় বৃহস্পতিবার। আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে বলেই ইরাকি সংবাদমাধ্যমের দাবি। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকায় আরো বিস্ফোরণ হওয়ার আশঙ্কায় কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এর পরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল, তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

সূত্র : ডয়চে ভেলে।

মন্তব্যসাতদিনের সেরা