kalerkantho

মঙ্গলবার । ২৪ ফাল্গুন ১৪২৭। ৯ মার্চ ২০২১। ২৪ রজব ১৪৪২

লুনার নিউ ইয়ারের ছুটিতে লোকজনকে ঘরে থাকতে বলছে চীন

অনলাইন ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২১ ১৫:২৬ | পড়া যাবে ১ মিনিটেলুনার নিউ ইয়ারের ছুটিতে লোকজনকে ঘরে থাকতে বলছে চীন

চলতি বছরের ফেব্রুয়ারিতে 'লুনার নিউ ইয়ারের' ছুটিতে জনগণকে ঘরে থাকতে বলছে চীন সরকার। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

লুনার নিউয়ারের ছুটি উপলক্ষে কড়াভাবে করোনাভাইরাস পরীক্ষা জারি করার পরিকল্পনা করছে চীন সরকার। ফেব্রুয়ারিতে লাখ লাখ মানুষ ভ্রমণে বের হওয়ার সম্ভাবনা থাকায় এ পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার জেরে বেইজিংয়ের পাশের হুবেই প্রদেশ, উত্তর-পূর্ব জিলিন প্রদেশ এবং হিলংজিয়াংয়ের কয়েক মিলিয়ন বাসিন্দা সাম্প্রতিক সপ্তাহগুলোতে লকডাউনে রয়েছেন। ২০২০ সালের মার্চের পর নতুনভাবে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে তারা বেকায়দায় পড়েছে।

এজন্য ফেব্রুয়ারিতে ছুটিতে ঘরে থাকার ব্যাপারে লোকজনকে অনুরোধ করা হয়েছে। আবারো যেন করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে না যায়, সেটা ঠেকানোর জন্যই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

মন্তব্যসাতদিনের সেরা