জো বাইডেন ও কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেবেন আর একটু বাদেই। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শপথ নিতে চলেছেন জো বাইডেন ও কমলা হ্যারিস। এরই মধ্যে অভিষেকের আগে গির্জায় বিশেষ প্রার্থনায় যোগ দিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
খুবই অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় ক্যাথলিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিস।
শপথ নেওয়ার পর পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যাপিটল হিল প্রাঙ্গণে শেষ মুহূর্তে তার প্রস্তুতি চলছে। এজন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। ধারণা করা হচ্ছে, জো বাইডেন ২০ মিনিট সময় ধরে ভাষণ দেবেন।
বাইডেনের শপথ সরাসরি দেখুন
Live: Joe Biden and Kamala Harris are sworn in as President and Vice President of the United StatesToday, we begin anew. Tune in for #Inauguration2021.
Posted by Joe Biden on Wednesday, January 20, 2021
মন্তব্য