kalerkantho

মঙ্গলবার । ১৭ ফাল্গুন ১৪২৭। ২ মার্চ ২০২১। ১৭ রজব ১৪৪২

বাইডেনের ভাষণ লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত বিনয়

অনলাইন ডেস্ক   

২০ জানুয়ারি, ২০২১ ১৯:২৬ | পড়া যাবে ১ মিনিটেবাইডেনের ভাষণ লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত বিনয়

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে একের পর এক ভারতীয় বংশোদ্ভূতের নাম উঠে আসছে শিরোনামে। কেউ তার মন্ত্রিসভায়, কেউ উপদেষ্টামণ্ডলীতে। সেই তালিকায় এবার যুক্ত হলো আরো এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। তিনি বিনয় রেড্ডি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেওয়ার পর জো বাইডেন প্রথম যে সরকারি ভাষণটি দেবেন সেটি বিনয়ের লেখা। ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টায় তার প্রথম সরকারি ভাষণ দেবেন নতুন এই প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বাইডেনের ২০ থেকে ৩০ মিনিটের সেই ভাষণের লেখক ভারতীয় বংশোদ্ভূত বিনয় রেড্ডি। আনন্দবাজার পত্রিকা বলেছে, বিনয়ের জন্ম ও বেড়ে ওঠা ওহিওর ডেটনে। এর আগে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর দেওয়া ভাষণ লেখার সুযোগ পাননি আর কোনো ভারতীয় বংশোদ্ভূত। 

সূত্র : ইকোনমিক টাইমস্, ওয়াল স্ট্রিট জার্নাল।

মন্তব্যসাতদিনের সেরা